18 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোট চলছে

চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোট চলছে

ভোট

স্থানীয় সরকারের চলমান পৌরসভা নির্বাচনে চতুর্থ দফায় দেশের ৩৪ জেলার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এসব পৌরসভায় ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বেশ কয়েকটি পৌরসভায় র‌্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ৫৫ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ২২৩ জন। এছাড়া ৫১০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দুই হাজার ৯৯ জন এবং ১৭০ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৬২৯ জন।

এসব পৌরসভায় ৮০২টি ভোটকেন্দ্রে কক্ষ সংখ্যা চার হাজার ৯২৭টি। মোট ভোটার ১৭ লাখ ৬২৪ জন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ৫০১ জন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স টিম, র‌্যাবের ১৬৭টি টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

দেশে পৌরসভা রয়েছে ৩২৯টি। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে এসব পৌরসভায় ভোট করছে ইসি।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ