26 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা-মন্ত্রী ফারুক খান

পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা-মন্ত্রী ফারুক খান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান

বিএনএ, ঢাকা: নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ‘পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব।’

রবিবার(১৪ জানুয়ারি ২০২৪) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিমানে নানা অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ফারুক খান  বলেন, ‘বিমানে দুর্নীতি আছে কি না সেটি আগে দেখতে হবে। আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখব।’

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরো উন্নত করা যায় এবং কীভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।’

কোনো কর্মপরিকল্পনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কি করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করব।’

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ