25 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

কক্সবাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

কক্সবাজারে আসামি ছিনতাই

বিএনএ: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশের দাবি, আসামিকে ধরতে গেলে তিনি পালিয়ে যান।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর চকরিয়ার উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের কাশেমখালী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ জিসানকে ধরতে মাতামুহুরি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয় সিকদারপাড়ায়। অভিযানে জিসানকে ধরার পর তার পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

হামলায় শেখ উদ্দিনসহ অভিযানে তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন আহত হন। এএসআই নাসির উদ্দিন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে মাতামুহুরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আসামি ছিনিয়ে নেয়নি কেউ। আসামিকে ধরতে গেলে পালিয়ে গেছে।

বিএনএনিউজ /এ আর

Loading


শিরোনাম বিএনএ