16 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইংলিশ ঘূর্ণিতে অসহায় শ্রীলঙ্কা

ইংলিশ ঘূর্ণিতে অসহায় শ্রীলঙ্কা

ইংলিশ ঘূর্ণিতে অসহায় শ্রীলঙ্কা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাটিংয়ে নেমে যেন দু:স্বপ্ন দেখল শ্রীলঙ্কা। অসি স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে অসহায়ভাবে। প্রতিপক্ষ ইংল্যান্ডের জন্য করা গর্তে যেনো নিজেরাই পড়েছেন।

১৩৫ রানের লিডে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১২৭ রান করে দিন শেষ করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৪৭ ও অধিনায়ক জো রুট ৬৬ রান করে ক্রিজে আছেন। দুই ওপেনার ফেরেন দুই অঙ্ক স্পর্শ করার আগেই। উইকেট দুটি নেন লাসিথ এম্বুলডেনিয়া।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২৫ রানি তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। অ্যাঞ্জেলা ম্যাথুস-দীনেশ চান্দিমালের ৫৬ রানের জুটিতে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে দ্বীপরাষ্ট্রটি। ৮১ থেকে ১০৫ রানের মধ্যে এ দুজন ফিরে যেতেই দ্বীপরাষ্ট্রটির ইনিংসে ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ম্যাথুস ২৭ ও চান্দিমাল ২৮ রান করেন। ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে আসে ২০ রান।

শ্রীলঙ্কা শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ২৫ রানে। পাঁচ জন ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। অলরাউন্ডার ডম বেসের অফ স্পিনের সামনে যেনো কোনো জবাব ছিল না। তিনি ১০ ওভার ১ বল করে নেন পাঁচ উইকেট। এ ছাড়া তিন উইকেট নেন স্টুয়াট ব্রড।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৩৫ (থিরিমান্নে ৪, কুসল পেরেরা ২০, মেন্ডিস ০, ম্যাথিউস ২৭, চান্দিমাল ২৮, ডিকভেলা ১২, শানাকা ২৩, হাসারাঙ্গা ১৯, দিলরুয়ান পেরেরা ০, এম্বুলদেনিয়া ০, ফার্নান্দো ০*; ব্রড ৯-৩-২০-৩, কারান ৪-২-৮-০, উড ৬-১-২১-০, বেস ১০.১-৩-৩০-৫, লিচ ১৭-২-৫৫-১)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪১ ওভারে ১২৭/২ (ক্রলি ৯, সিবলি ৪, বেয়ারস্টো ৪৭*, রুট ৬৬*; এম্বুলদেনিয়া ১৮-৩-৫৫-২, ফার্নান্দো ৬-০-১৯-০, হাসারাঙ্গা ৭-০-৩০-০, দিলরুয়ান পেরেরা ১০-২-২৩-০)।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ