18 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকে না: নজরুল ইসলাম

নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকে না: নজরুল ইসলাম

নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র থাকে না: নজরুল ইসলাম

বিএনএ,ঢাকা: জনপ্রিয়তা না থাকার কারণে সরকার ভোটার, রাজনৈতিক দল ও জনগণকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা মোটেও জিততে পারবে না বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের দুই নেতার স্মরণসভায় নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন হলে পালানোর পথ পাবে না আওয়ামী লীগ।দেশের মানুষ অনেক আশা নিয়ে ত্যাগ স্বীকার করে মুক্তিযুদ্ধ করেছেন।অথচ মুক্তিযুদ্ধের যে সুবর্ণ ফসল গণতন্ত্র সেই গণতন্ত্র আজ নেই।কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে গণতন্ত্র থাকে না।

তিনি বলেন,একবার প্রার্থীহীন নির্বাচন হলো।যেখানে তিনশর মধ্যে ১৫৩টি আসনে কোনো প্রার্থী ছিল না। আর একবার নির্বাচন হয়েছে আগের রাতে।ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেই চেষ্টা করে তারা।কারণ জনগণ ভোট দিলে তারা মোটেই জিততে পারবে না।এটি তাদের দলের নেতারা বলছেন। এটাই হলো বাস্তবতা।এজন্যই তারা জনগণকে ভোট দেয়ার সুযোগ দেয় না মন্তব্য করেন এই বিএনপি নেতা।এছাড়া,করোনাকালেও সরকারের দুর্নীতি থেমে নেই বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ