27 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা বেড়েছে আরও ৫৩

চট্টগ্রামে করোনা বেড়েছে আরও ৫৩

চট্টগ্রামে করোনা বেড়েছে আরও ৫৩

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯৩টি নমুনা পরীক্ষায় ৫৩জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ৪৪ জন এবং উপজেলায় ৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ৩১ হাজার ৮৩৩ জন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা য়ায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষায় ২০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ৩ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষায় ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩৮টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৭৯৩টি নমুনা পরীক্ষা হয়। এতে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যার মধ্যে নগরে ৪৪ জন এবং উপজেলায় ৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৩৩ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ