32 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি ফ্রান্সিস রোডের মুখে অন্ধকারাচ্ছান্ন এলাকায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মো. দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), মো. আলী আকবর ওরফে আলী (২৬), মো. নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মো. মনির হোসেন (২০) ও জড়িত শিশু মো. বেলাল হোসেন (১৭)।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ অস্ত্র (টিপ ছোরা) নিয়ে রাতের বেলায় বিআরটিসি ও সিআরবিগামী পথচারী, ষ্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ