বিএনএ,গাজীপুর: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ এলাকায় ট্যাক্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে ।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে এই অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন জানান, সকালে গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন ট্যাক্স কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা ময়মনসিংহ-মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে।এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল এবং মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ।
উল্লেখ্য,এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত এ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন গাজীপুর নগরীর মালিকের বাড়ি এলাকার ‘টিএনজেড গ্রুপের’ ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা।
বিএনএনিউজ / আরএস