বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প ওয়াগাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আয়োজনে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা টুর্নামেন্টটি উদ্বোধন করেন।
তিনি এসময় খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং সকলকে খেলার নিয়ম মেনে চলার আহবান জানান।
জানা যায়, টুর্নামেন্টটিতে ৬ টি দল অংশ নিবেন। সোমবার নারানগিরি মৌজা এবং পেকুয়া মৌজার মধ্যকার খেলা ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পান।
আরও পড়ুন: শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে তিন দলকে যুক্তরাষ্ট্রের চিঠি
উদ্বোধনী অনুষ্ঠানে ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, ৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ৩২৬ নং পেকুয়া মৌজার হেডম্যান সানুচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম