24 C
আবহাওয়া
২:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

বোয়ালখালীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

বোয়ালখালীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের ফকিরনী দীঘির পাড়ে নব নির্মিত শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে এ পার্কের উদ্বোধন করা হয়।

বোয়ালখালীতে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন
শিশু পার্ক উদ্বোধনের পর শিশুরা খেলনায় চড়ছে

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, মোহাম্মদ মোকারম, এসএম জসিম, শফিউল আজম শেফু ও বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।

আরও পড়ুন: নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে: ইসি সচিব

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শিশু পার্ক সংলগ্ন সুইমিংপুল উদ্বোধন করেন এবং একইসাথে নির্মানাধীন শিশুপার্ক পরিদর্শন করেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ