24 C
আবহাওয়া
২:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান থানার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ রুমনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১২ নভেম্বর) সকালে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন একই থানার ডোমখালী এলাকার মফজল আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৭ সালে রাউজান থানায় দায়ের করা এক মামলায় (ধারা-৩৯৬ পেনাল কোড ১৮৬০) আদালত আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

র‌্যাব-৭, চট্টগ্রাম’র সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ রুমন আইনশৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে জসিম উদ্দিন রুমনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: পিটার হাসকে হুমকি: মামলার আবেদন খারিজ

তিনি আরও জানান, জসিম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ