18 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহী দুবোন ট্রাকচাপায় নিহত

লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহী দুবোন ট্রাকচাপায় নিহত

ট্রাকচাপায় মৃত্যু

লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রী দুই বোন নিহত হয়েছে। শনিবার(১৩নভেম্বর) সকাল সাড়ে ৯টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে মামাতো ফুপাতো বোন বলে জানা গেছে।

নিহতরা হলো-রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে সানজিদা আক্তার (১৪) ও আলমগীর হোসেনের মেয়ে ফাহমিদা আক্তার (১৬)। সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুন বাগিচা গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটারসাইকেলে দুই বোন লক্ষ্মীপুর থেকে রায়পুরের কেরোয়া ইউনিয়নে যাচ্ছিলেন। পালেরহাট এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক প্রায় ১ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ