24 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ১৪ বছর পর চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি আটক

১৪ বছর পর চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি আটক

১৪ বছর পর চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি আটক

বিএনএ, চট্টগ্রাম: ১৪ বছর পর চট্টগ্রামে আমিরুল ইসলাম (৪২) ওরফে রাসেল নামে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) গভীর রাতে সীতাকুণ্ড থানার উত্তর মাহমুদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উত্তর মাহমুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।

আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

র‍্যাব জানায়, ২০০৯ সালে ২৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ড থানায় মামলা হয়। ওই মামলার পর থেকে আত্মগোপনে চলে যায় রাসেল। পরে পুলিশ ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) গভীর রাতে সীতাকুণ্ড থানার উত্তর মাহমুদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ