24 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

বিএনএ, রাঙামাটি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম হত্যার প্রতিবাদে পার্বত্য জেলা রাঙামাটিতে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের পর শহরের বনরুপা জামে মসজিদের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। এ সময় দলটির রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি মাওলানা শফিউল আলম আলকাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আকতার হোসেন চৌধুরী, বনরুপা জামে মসজিদের খতিব আল্লামা ইকবাল হোসেন, সওজ জামে মসজিদের খতিব মাওলানা সুলতান মাহমুদ, কাঁঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা সেকান্দার হোসেন আলকাদেরী।

অন্যদিকে শহরের ফিসারী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কোর্ট বিল্ডিং কালেক্টর জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী তৌহিদী জনতা। উভয় বিক্ষোভ মিছিল বনরুপা চৌরাস্তার সামনে এসে মিলিত হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির যুগ্ম সম্পাদক মাওলানা নুর হোসেন, তৌহিদী জনতার পক্ষে আব্দুল সালাম, শাফি আহমেদ।

আরও পড়ুন: পাহাড়ের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: বিএআরই মহাপরিচালক

বিক্ষোভ সমাবেশ থেকে ইসলামী দলগুলোর নেতারা ফিলিস্তিনের জনগণের ওপর নির্মম হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো ও মুক্তিকামী ফিলিস্তিনকে সমর্থনের আহ্বান জানানো হয়।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ