25 C
আবহাওয়া
৫:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইয়ে সই

রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোক বইয়ে সই

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনএ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষর করেন। ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই শোক বই খোলা হয়। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানির সাথে তার স্মৃতিচারণ করেন। প্রথমবারের মতো ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে গেলেন প্রধানমন্ত্রী।

এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাকে স্বাগত জানান। রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় রাবার্ট ডিকসন প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বইয়ে সই করেন প্রধানমন্ত্রী
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বইয়ে সই করেন প্রধানমন্ত্রী

এদিকে, এদিন রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকার ব্রিটিশ হাইকমিশনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান দলটির একটি প্রতিনিধি দল। এ সময় দলের পক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান শোক বইয়ে স্বাক্ষর করেন।

অন্যান্য দলও এসেছিল উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা কৃতজ্ঞ।

রানি এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডন যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রানীর প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাই কমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ