বিএনএ, বিশ্বডেস্ক: গাজায় ‘নৃশংসতা’র জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের চারটি স্থাপনা — নেগেভ, উম্ম আল-রশরাশ (আইলাত), বিরসেবা ও হাইফা বন্দরে হামলাটি চালানো হয়েছে। খবর আল জাজিরার।
সামরিক মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তবে হুথিদের এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে এখন পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন। এছাড়া অনাহারের কারণেও গাজায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, যার মধ্যে ১০৩ জনই শিশু।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিএনএ/শাম্মী/এইচ.এম।