15 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

বাংলাদেশ ব্যাংক

ঢাকা :  চলতি আগস্ট মাসের প্রথমদিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়তে শুরু করেছে বৈধপথে রেমিট্যান্স আসা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে মঙ্গলবার( ১৩ আগস্ট) জানা যায়, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধপথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স ঢুকেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের তিন দিনের চেয়ে চার গুণ রেমিট্যান্স পাঠালেন তারা।

সূত্রে প্রকাশ, চলতি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ