বিশ্ব ডেস্ক: হঠাৎ করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার এলাকায়। দ্রুত সরিয়ে নেয়া হয় দর্শণার্থী ও অন্যান্যদের। তবে কয়েক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর – সিএনএন।
প্রতিবেদনে জানানো হয়, শনিবার এমন ঘটনা ঘটে। বোমা হামলার আশঙ্কায় ফাঁকা করা হয় গোটা আইফেল টাওয়ার এবং এর আশপাশের এলাকা। জারি করা হয় নিরাপত্তা সতর্কতা।
খবর পেয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পরিস্থিতি যাচাইয়ের পর কয়েক ঘণ্টার মধ্যে আবার দর্শণার্থীদের প্রবেশের অনুমতি দেয়া হয়।
পুরো টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলার দৃশ্য বিরল, তবে এবারই প্রথম নয়। ২০১৯ সালে আইফেল টাওয়ার এলাকা খালি করে ফেলা হয়, কারণ একজন লোক জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারের উপরের দিকে উঠছিলেন।
ইউরোপের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার। বছরে প্রায় সাত মিলিয়ন পর্যটক আইফেল টাওয়ার দেখতে যান। ১৮৮৭ সালের ২৮ জানুয়ারি আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। খুলে দেয়া হয় ১৮৮৯ সালের ৩১ মার্চে। টাওয়ারটির উচ্চতা এক হাজার ফুটের বেশি।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা