16 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মার্কিন অভিনেত্রী অ্যান হেচ মারা গেছেন

মার্কিন অভিনেত্রী অ্যান হেচ মারা গেছেন


বিএনএ, বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচ মারা গেছেন। দুর্ঘটনার এক সপ্তাহ পর তার মৃত্যু হলো। অ্যান হেচের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দ্য গার্ডিয়ান।

অ্যান হেচের বয়স হয়েছিল ৫৩ বছর এবং তার দুই ছেলে সন্তান আছেন।

গত শুক্রবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৫৩ বছর বয়সী মার্কিন অভিনেত্রী সড়ক অ্যান হেচ। তাঁর গাড়ি মার ভিস্তা এলাকার একটি বাড়িতে ধাক্কা মারার পর আগুন ধরে যায়। অভিনেত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তখনই জানা যায়, দুর্ঘটনা অভিনেত্রীর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাড়িতে ধাক্কা মারার পর মিনি কুপার গাড়িটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হেচ। তখনই গাড়িতে আগুন লেগে যায়, পরে সেটা আবার একটি গ্যারেজে ধাক্কা মারে। ঘটনার পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল, গাড়িটি ধাক্কার পর মার ভিস্তার বাড়িটিতে আগুন লেগে যায়। ৫৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর একটি দল ৬৫ মিনিট টানা চেষ্টার পর বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ