24 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পিএসজির হয়ে  অনুশীলন শুরু করলেন মেসি   

পিএসজির হয়ে  অনুশীলন শুরু করলেন মেসি   

পিএসজির

বিএনএ ক্রীড়া ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)র হয়ে অনুশিলন শুরু করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।এরআগে ক্যাম্প ডি লজের অনুশীলন মাঠে নতুন সতীর্থদের সঙ্গে পরিচিত হন তিনি।বৃহস্পতিবার  হাল্কা ব্যায়াম সেরেই পিএসজির অনুশীলনে যোগ দেন তিনি।

মেসির সঙ্গে অনুশীলনে ব্রাজিলীয় তারকা নেইমার, ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, রামোসসহ স্কোয়াডের প্রায় সবাই ছিলেন।এদিন উরিডু গ্রাউন্ডে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে অনুশীলন করেন মেসি-নেইমাররা।

পিএসজির সামাজিক যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার দেয়া ভিডিওতে দেখা যায়, শুরুতে নতুন সতীর্থদের সঙ্গে সাক্ষাতের পর কিছুক্ষণ ব্যায়াম করেন মেসি। এরপর চলে পুরোদমে অনুশীলন।

পিএসজিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মেসিকে সবার আগে অভ্যর্থনা জানান বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেসিকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ২২ বছর বয়সি এই ফরাসি তারকা।

উল্লেখ্য, নিজ দেশ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর সাবেক এই বার্সেলোনা তারকার আর মাঠে নামা হয়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ