19 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » টাইগারদের নতুন ব্যাটিং কোচ প্রিন্স

টাইগারদের নতুন ব্যাটিং কোচ প্রিন্স

টাইগারদের নতুন ব্যাটিং কোচ প্রিন্স

বিএনএ ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ে সফরে পরামর্শকের দায়িত্ব পাওয়া অ্যাশওয়েল প্রিন্সকেই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামি মাসে নিউজিল্যান্ড সফর থেকে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন তিনি।২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা সংক্ষিপ্ত আসরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করছেন প্রিন্স।বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের মে মাসে ইংলিশ ব্যাটিং পরামর্শক জন লুইসের সঙ্গে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে তার সঙ্গে চুক্তি না বাড়িয়ে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি।

২০০২ সালে প্রোটিয়াদের হয়ে অ্যাশওয়েল প্রিন্সের অভিষেক হয়। ২০১১ সালে অবসর নেন তিনি। সাউথ আফ্রিকার জার্সিতে ৬৬ টেস্টে ৩ হাজার ৬৬৫ রান তুলেছেন। তার নামের পাশে ১১টি শতক ও সমান সংখ্যক অর্ধশতক রয়েছে। জাতীয় দলের হয়ে ৫২টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩৫.১০ গড়ে হাজারে বেশি রান তুলেছেন। শতক না থাকলেও তার তিনটি অর্ধ শতক রয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ