বিএনএ, বিশ্বডেস্ক : ইয়েমেনে একটি আবাসিক এলাকায় ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে পাঁচ শিশু নিহত হয়েছে।শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে দেশটির তাইজ প্রদেশের আল-হাশমাহ উপ-জেলায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রত্যক্ষদর্শী দুই স্থানীয় বাসিন্দা আহমেদ আল-শারি এবং খালেদ আল-আরেকি সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছেন, বিস্ফোরণের সময় শিশুরা ফুটবল খেলছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, কমপক্ষে তিনজনকে হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একজন মুখপাত্র এপি-কে জানিয়েছেন, তারা ঘটনা সম্পর্কে অবগত আছেন। তবে এই মুহূর্তে সত্যতা যাচাই করতে পারছেন না।
ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস একটি প্রতিবেদনে ঘটনার নিন্দা জানিয়েছে। এতে শিশুদের ছিন্নভিন্ন মৃতদেহের গ্রাফিক ছবি ছিল।
সংস্থাটির মতে, দুটি শিশুর বয়স ১২ বছর এবং অন্য দুটির বয়স ১৪ বছর। তবে পঞ্চম শিশুর বয়স এখনো জানা যায়নি।
বিএনএ/ ওজি