27 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » খুলনায় একদিনে আরও ১৯ জনের মৃত্যু

খুলনায় একদিনে আরও ১৯ জনের মৃত্যু

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল

বিএনএ, খুলনা : খুলনা চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার চার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৪ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজন, আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন ১৯৫ জন। এর মধ্যে রেড জোনে ১৩০ জন, ইয়েলো জোনে ২৫, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চিকিৎসাধীন ৭৬ জন। এর মধ্যে ৩৫ পুরুষ ও ৪১ নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এর মধ্যে আইসিইউত ১০ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ