28 C
আবহাওয়া
১১:২৪ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঈদযাত্রা: যাত্রীচাপ বাড়লেও ভোগান্তি নেই কমলাপুরে

ঈদযাত্রা: যাত্রীচাপ বাড়লেও ভোগান্তি নেই কমলাপুরে


বিএনএ, ঢাকা: দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আর কয়েকদিন পরেই ঈদ আনন্দে মাতবে পুরো দেশ। তাইতো স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পানে ছুটেছেন মানুষ।

বৃহস্পতিবার (১৩ জুন) ঈদযাত্রার দ্বিতীয় দিনে বুধবার থেকে ভিড় বাড়লেও নেই যাত্রীদের ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বুধবার ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন শুরু হয় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে।

কর্তৃপক্ষ বলছে, গতকাল কিছু বিলম্ব হলেও আজ সব ট্রেন চলবে যথারীতি, সময় মতো। আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১২টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এখন স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে দুটি ট্রেন। আরও পাঁচটি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষমান। আজ বৃহস্পতিবার লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, দিনের শুরুর মতোই যেন বাকি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না। আমরা সার্বক্ষণিক কাজ করছি। গতকাল ঈদযাত্রার প্রথম দিনে পারাবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে কয়েকটি ট্রেনের। আজ বৃহস্পতিবার সমাধান হয়েছে। সকাল সোয়া ৮টা পর্যন্ত ১২টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ