25 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কুয়েতে ভবনে আগুন: নিহতদের মধ্যে বাংলাদেশি নেই

কুয়েতে ভবনে আগুন: নিহতদের মধ্যে বাংলাদেশি নেই

কুয়েতে ছয়তলা ভবনে আগুনে নিহত বেড়ে ৪৯

বিএনএ ডেস্ক: কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই ৪১ জনের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী নেই বলে নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল হোসেন। তিনি কুয়েতের মানগাফের আগুন লাগা ওই ভবনটি পরিদর্শন করেই বিষয়টি নিশ্চিত করেন।

আবদুল হোসেন বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে ওই আবাসিক ভবনে কোনো বাংলাদেশি কর্মী থাকতেন। ওই ভবনে থাকা বেশির ভাগ কর্মীই নির্মাণ খাতে কাজ করেন। আর বাংলাদেশি কর্মীরা মূলত পরিচ্ছন্নতা খাতে কাজ করে থাকেন।’

তিনি আরো বলেন, ‘কুয়েতের ওই ভবনে যে প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি কর্মীরা থাকেন সেই প্রতিষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কোনো চাকরির চাহিদাপত্র নেই। এর মানে হলো, আগুন লাগা ভবনে কোনো বাংলাদেশি নেই এবং বাংলাদেশি কর্মীরা আগুনে আহত বা নিহত হননি। তার পরও দূতাবাস থেকে এ বিষয়ে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ