30 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » হজ পালনে গিয়ে সৌদিতে বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে সৌদিতে বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে সৌদিতে বাংলাদেশির মৃত্যু

বিএনএ ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর কবির। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

হজ ক্যাম্পের পরিচালক যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির। সেদিনই তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে জেদ্দা পৌঁছান।

জাহাঙ্গীর কবিরের মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক করার কথা জানায় কর্তৃপক্ষ। তার মৃত্যুর মধ্যদিয়ে হজ পালন করতে গিয়ে এবছর প্রথম বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটলো।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ৮ জুলাই। করোনার আগে প্রতি বছর বিশ্বের ২০ থেকে ২৫ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পেতেন। তবে করোনাভাইরাসের কারণে গত দুই বছর সৌদি আরবের বাইরের কেউ হজ পালনের সুযোগ পাননি।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি সরকার এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দিয়েছে। বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৫৭ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ