বিএনএ, বিশ্বডেস্ক : আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে দ্রুতই আইন তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটরদের একটি অংশ বন্দুক ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত পোষণ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার সিনেটরদের একাংশ বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামো তৈরির বিষয়ে একমত হয়েছেন। সেখানে তারা ২১ বছরের কম বয়সীদের বন্দুক কেনা ও ব্যবহারে নিষেধাজ্ঞা কথা উল্লেখ করেছেন। এছাড়া অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধে রোববার দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহতের পর থেকেই আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়টি সামনে আসে। এর আগেও দেশটিতে বিভিন্ন সময় বন্দুকাদারীর গুলিতে অসংখ্য মানুষ মারা যান।
বিএনএ/ ওজি