29 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » এবারও শর্ত সাপেক্ষে গুচ্ছ পরীক্ষায় যাচ্ছে ইবি

এবারও শর্ত সাপেক্ষে গুচ্ছ পরীক্ষায় যাচ্ছে ইবি

এবারও শর্ত সাপেক্ষে গুচ্ছ পরীক্ষায় যাচ্ছে ইবি

বিএনএ, ইবি :  অবশেষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে মতামত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন তারা। রোববার (১২ জুন) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য, ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সকল সাধারণ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছতে অংশগ্রহণ করা, সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশ নিলে পুরাতন বিশ্ববিদ্যালয়ের অন্যতম হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা, আর্থিক স্বচ্ছতার জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয় ব্যয়ের হিসাব প্রকাশ, বিশ্ববিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট ডিনবৃন্দকে ইউনিট সমন্বয় কমিটিসহ বিভিন্ন শর্ত দিয়েছেন শিক্ষকরা।

এর আগে, গত ৩ এপ্রিল গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা সিদ্ধান্ত নেন শিক্ষকদের মতামত উপেক্ষা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় গেলে ভর্তি সংক্রান্ত সকল কাজ থেকে বিরত থাকবেন। এ নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। কিন্তু শিক্ষকরা নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে ছিলেন। কিছু শর্তের কথা বলে শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে যাওয়ায় পক্ষে মতামত দিয়েছেন। তবে অধিকাংশ শিক্ষকরা গুচ্ছের বাইরে যেয়ে এককভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান বলেন, ‘কিছু শর্ত সাপেক্ষে আমরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রক্রিয়াতে যাওয়ার পক্ষে মতামত দিয়েছি। তবে শর্তসমূহ বাস্তবায়ন না হলে পরবর্তী বছর থেকে গুচ্ছতে যাওয়া নিয়ে আমরা সবার সাথে বসে কঠোর সিদ্ধান্ত নিবো।’

বিএনএ/তারিক , ওজি

Loading


শিরোনাম বিএনএ