স্পোর্টস ডেস্ক: আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ আসরে সাদা-কালোর দল মোহামেডানের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাাকিব আল হাসান। দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন তারিকুল ইসলাম টিটু। অন্যদিকে, ঢাকা লিগে খেলবেন বলেই পাকিস্তান সুপার লিগে খেলতে এখনো আবেদন করেননি বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
মোহামেডানের জ্যেষ্ঠ কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু বলেন, সাকিবের সঙ্গে আমাদের আগেই কথা হয়েছে। বলেছে, লিগ খেললে মোহামেডানের হয়ে খেলবেন। আমরা প্রস্তাব দিয়েছি সাকিবও রাজি হয়ে গেছেন। আমাদের সঙ্গে প্রক্রিয়া শেষ। সাকিব মোহামেডানে আগেও খেলেছে। এটা খুবই আনন্দের। আমরা তার সঙ্গে কন্ট্রাকটা করতে পারছি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, সামনের বিদেশি টুর্নামেন্ট খেলার জন্য কোনো ক্রিকেটারের রিকোয়েস্ট পায়নি। তবে, রিকোয়েস্ট আসলে বিবেচনা করা হবে।
বিএনএনিউজ২৪/এমএইচ