18 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সিগঞ্জে ৯ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

মুন্সিগঞ্জে ৯ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদ

ঈদুল ফিতরের জামাতের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

বিএনএ, মুন্সিগঞ্জ : সৌদির সঙ্গে মিল রেখে মুন্সিগঞ্জের ৯টি গ্রামে আজ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ।

প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে গ্রামগুলোর জাহাগীর তরিকার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও একদিন আগে ঈদ উদযাপন করছে। বিগত বছরগুলোর মতো শিলই গ্রামে এই ঈদ জামাতে ইমামতি করেছেন হাজী ডা. মনিরুল ইসলাম। তিনি এবার অসুস্থ থাকায় তার ছেলে ঈদ জামাত পড়ান মো. সফিকুল ইসলাম।

সকাল ৯টায় খোলা মাঠে স্থানীয় ঈদগায়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কোলাকুলিসহ আনন্দে মেতে উঠেন গ্রামবাসী।

এই জামাতে অংশ নেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাসুদ মিয়া। তিনি বলেন, পৃথিবীর যে কোনো স্থানে নব চন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিত। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ