31 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন

চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন

চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন

বিএনএ, চট্টগ্রাম: ‘বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন/ চৈত্র অবসান…/ গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের/ সর্বশেষ গান।’ কবিগুরুর পঙতিগুলোর মতোই চারদিকে বাজছে বর্ষবিদায়ের সুর।

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্রের শেষ দিন। শেষ দিন ঋতুরাজ বসন্তেরও। মহাকালের অতল গহ্বরে হারিয়ে যাবে আরো একটি বছর। আগমন ঘটবে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ। বাংলা বছরের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। বাংলার বিশেষ লোকজ উৎসব এই চৈত্র সংক্রান্তি।

শেষ গান গেয়ে আজ বিদায় নেবে বাংলা ১৪৩১ সাল। আগামীকাল সোমবার সারাদেশের বাঙালিরা মেতে উঠবে বর্ষবরণের উৎসবে। নতুন দিনের বার্তা নিয়ে-বৈশাখ নিয়ে আসবে বাঙালির মাঝে একবুক আনন্দ-সুখ-শান্তি-সমৃদ্ধি আর নতুনের বার্তা।

চৈত্র সংক্রান্তিতে বর্ষবিদায়ের মাধ্যমে বাংলা ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে এখন উন্মুখ বাঙালি। বৈশাখকে বরণ করার জন্য চলছে সাজগোজ আর ধোয়ামোছা। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে আদি ব্যবসায়ীরা তাদের দোকানপাট ধুয়ে-মুছে বিদায়ী বছরের সব জঞ্জাল, অশুচিতাকে দূর করা হয়।

বাংলার আকাশে আজ বঙ্গাব্দ ১৪৩১ এর শেষ সূর্যোদয়। অতীত বছরের সব জরাজীর্ণ আর মলিনতাকে বিদায় জানাবে বাঙালি। এক সময় গ্রামীণ জনপদের প্রধান উৎসব হলেও কালের প্রবাহে এটি এখন নাগরিক জীবনেও স্থান করে নিয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশজুড়ে এখন চলে নানা ধরনের বর্ষবরণের মেলা, উৎসব। আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্ষবিদায় উপলক্ষে আজ চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলাসহ বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ব্যাপক অনুষ্ঠানমালা।

আজ সোমবার সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২।

সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ: নগরীর সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে এবারও বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় শিরীষতলা মঞ্চে বেলুন উড়িয়ে ১৪৩১ বঙ্গাব্দের বিদায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বর্ষবিদায় অনুষ্ঠান চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের নির্বাহী কমিটি ও রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ ১৪৩১ বঙ্গাব্দের বিদায় অনুষ্ঠানের পর সোমবার পহেলা বৈশাখের ১৪ এপ্রিল ১৪৩২ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে। অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে চট্টগ্রামের উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠন এবং আবৃত্তি ও নৃত্যদলগুলো তাদের দলীয় পরিবেশনা উপস্থাপন করবে।

এদিকে চৈত্রসংক্রান্তি উপলক্ষে বাংলার পথে প্রান্তরে বসে মেলা। বর্তমানে শহুরে সভ্যতার বিস্তৃতির কারণে আবহমান গ্রামবাংলার সেই আনন্দমুখর পরিবেশে কিছুটা ভাটা পড়েছে। তবে এখন শহর ও তার আশপাশের এলাকায় নগর সংস্কৃতির আমেজে চৈত্রসংক্রান্তির উৎসব হয় ও মেলা বসে, যা এক সর্বজনীন মিলনমেলার রূপ নিয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ