29 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা

আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা

ঠিকাদারি কাজে বাঁধা: আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু'গ্রপের সংঘর্ষে রণক্ষেত্র

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত নারী ও পুরুষসহ ৭জন গুরুতরসহ অন্তত ১২জন আহত হয়। এদিকে হামলার ঘটনায় ভুক্তভোগী ইলিয়াস (৩৭) আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৯জনকে আসামী করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়াতে এই হামলার ঘটনা ঘটে। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটায়।

মামলার আসামীরা হলেন, মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬), মোঃ শাহাদাত হোসেন (২৬), মোঃ শফি(২৩), মোঃ সোলাইমান (২৫), মোঃ মনছুর (২১), মুন্সি মিয়া, মোঃ আছাদ (২২), মোঃ জায়েদ (২০), এয়াকুব (৩৫) ও মোহাম্মদ হারুন (৪২)। আসামীরা সবাই চাতরী ইউনিয়নেন ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, চাতরী গ্রামের মুন্সিপাড়ার মোহাম্মদ মাওলানা ইলিয়াস ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মধ্যে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। থানা ও সেনা ক্যাম্পে অভিযোগের ভিত্তিতে শালিস বৈঠকও বসে। সর্বশেষ ১১ই এপ্রিল শুক্রবার জায়গা পরিমাপ করে দেয়ার কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। ইটপাথরের আঘাতে আহত হয়েছে পরিবারের নারীরাও।

ভুক্তভোগী মোহাম্মদ মাওলানা ইলিয়াস জানান, দীর্ঘদিন ধরে আমার ভাইপো জাহাঙ্গীর আমাকে ঘর বাঁধতে বাধা দিয়ে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে এশা নামাজের জন্য আমি মসজিদে যাই ওই মুহূর্তে জাহাঙ্গীরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্রুপ এসে আমার বাড়ির চারপাশে ঘিরে বিদ্যুৎ সংযোগের তার কেটে দিয়ে হামলা চালায়। ইটপাথরের আঘাতে আমার ভাইয়ের স্ত্রীসহ পরিবারের মহিলারা আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে আরও প্রায় ৭ জন আহত হয়েছে। বর্তমানে সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

মামলার তদন্ত কর্মকর্তা শিমুল চন্দ্র দাশ বলেন, জায়গা বিরোধ থেকে দুই পক্ষের মারামারি হয়েছে। এক পক্ষে মামলা করছে। অন্য পক্ষও মামলার জন্য অভিযোগ করেছে। অভয় পক্ষের বেশ কয়েকজন আহত। বিষয়টি আমরা আইন ব্যবস্থা নিচ্ছি।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ