32 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক


বিএনএ, ঢাকা : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকাগুলোর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

একইদিন পৃথক আরেক গণবিজ্ঞপ্তিতে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনাসহ শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য রুটও নির্ধারণ করে দিয়েছেন ডিএমপি কমিশনার।

পহেলা বৈশাখ ‘নির্বিঘ্ন ও আনন্দঘন’ পরিবেশে উদযাপনের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়েছে এসব বিজ্ঞপ্তিতে।

ডাইভারশন/ব্যারিকেড থাকবে যে ১৩ পয়েন্টে

বাংলামোটর ক্রসিং/নেভী গ্যাপ, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদমফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর ক্রসিং, রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

গাড়ি চলাচলে নির্দেশনা

১। মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে যাবে।

২। গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং- নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩। সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

যেসব স্থানে গাড়ি পার্কিং

১। নেডী গ্যাপ থেকে হলি ফ্যামিলী হাসপাতাল পর্যন্ত।

২। মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৩। শিল্পকলা একাডেমী গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৪। কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।

৫। দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

৬। আব্দুল গনি রোড।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ