15 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » চীন সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট

চীন সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে এগোচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। বুধবার (১২ এপ্রিল) চার দিনের সফরে চীন পৌঁছেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

সফরের আগে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানাবেন তিনি।

ব্রাজিলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থায় (ইবিসি) এক সাক্ষাৎকারে লুলা বলেন, দ্বিপাক্ষিক বৈঠক, বিনিয়োগের জন্য আমাদের প্রকল্পগুলো দেখার জন্য চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণের পরিকল্পনা করেছি। একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক মজবুতে আরও দৃঢ়ভাবে কাজ করতে চায় ব্রাজিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আরও বলেন, আমরা চাই চীনারা যেন নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্রাজিলে বিনিয়োগও করে।

 

বলা হয়েছে, তার এই সফরে দুই দেশের বাণিজ্য ইস্যু প্রাধান্য পাবে। এছাড়া ভূ-রাজনীতি ও ইউক্রেন যুদ্ধ আলোচনায় গুরুত্ব পাবে।

চীন সফরের দুই মাস আগেই হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট লুলা। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চরম উত্তেজনা চলা অবস্থাতেই দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে তার।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ