বিএনএ, কক্সবাজারর: কক্সবাজারের টেকনাফে এক আইনজীবীকে মারধরের ঘটনায় আসামীদের সাজা দিয়েছে আদালত। মামলা হওয়ার এক যুগ পর বুধবার (১২ এপ্রিল) কক্সবাজার অতিরিক্ত চীফ জুড়িশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকার এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) ১ বছর, আফসারকে (৩৭) ৬ মাস ও আনওয়ারকে (৪০) ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ২০১০ সালের ১৩ আগস্ট কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় নিজের বসতবাড়ির উঠোনে যাকাতের টাকা বিলির সময় অ্যাডভোকেট মো. শাহ আলম চৌধুরী ও তার পরিবারের উপর হামলা চালায় একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, আফসার, মো. আনওয়ারসহ বেশ কয়েকজন। এতে গুরুতর আহত হন শাহ আলম চৌধুরী।
পরে এই ঘটনায় আহত অ্যাডভোকেট শাহ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন৷ মামলা নং- ১২৩/২০১০।
পরে এই মামলায় দীর্ঘ শুনানীর পর বৃহস্পতিবার রায় দেয় আদালত। রায়ে আসামী জাহাঙ্গীর আলমকে ১ বছর, আফসারকে ৬ মাস ও মো. আনওয়ারকে ৬ মাস সাজা দেওয়া হয়। তবে মামলা থেকে দেলোয়ার, রফিক, সরোয়ার ও নুরুল আমিনকে খালাস দেওয়া হয়।
আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. এম. আলম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মাহাবুবুর রহমান।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী অ্যাড. শাহ আলম চৌধুরী জানান, এই রায়ের ফলে অপরাধীরা ভবিষ্যতে এধরণের অপরাধ কর্মকাণ্ড ঘটাতে সাহস পাবেনা।
এদিকে জানা গেছে, সাজাপ্রাপ্ত ১ নাম্বার আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।