21 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাস উদ্ধার

অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাস উদ্ধার


বিএনএ, পটুয়াখালী : নিখোঁজের ২৪ ঘন্টা পন পটুয়াখালীর ব্যবসায়ী শিবুলাল দাসকে উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে থাকা সহকারীকেও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিং মলের আন্ডার গ্রাউন্ড থেকে তাকে উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারের পর তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সোমবার রাতে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের শিকার হন। পরবর্তীতে তার পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করা হয়। সকালে তার ব্যবহৃত মাইক্রোবাস বরগুনা জেলার আমতলী উপজেলার একটি তেল পাম্প থেকে উদ্ধার করা হয়। এসময় গাড়ীর ভিতর থেকে একটি খেলনা পিস্তল ও চালকের জুতা উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ