বিএনএ, কুবি(কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদ (সাইদুল-খলিলুর) একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধান।
আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ (সাইদুল-খলিলুর) একাংশের সভাপতি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন এবং সাধারণ সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বিএনএ/হাবিবুর রহমান/ এইচ.এম।