বিএনএ, চট্টগ্রাম : আগামী ১৫ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। এবছর চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ৮ লাখ ২৫ হাজার, ৭১৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল ইসলাম, এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়াসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলন জানানো হয়, এবছর ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সোয়া ৮ লাখ।
এরমধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯২ হাজার ৭২৭ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৩২ হাজার ৯৮৯ জন শিশু। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। এবারের ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থায়ী টিকা কেন্দ্র রয়েছে ১৭টি, ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে ১৫ টি এবং অস্থায়ী কেন্দ্র রয়েছে ৪ হাজার ৮০০টি।
এদিকে, একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়ও চলবে এই ক্যাম্পেইন। সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।