31 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ৮ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে ৮ বাংলাদেশি গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নবি মুম্বাইয়ে অবৈধভাবে অবস্থান করায় আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘ চার বছর সেখানে অবস্থান করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছে বলে জানায় স্থানীয় পুলিশ। তাদেরকে ভারতের পাসপোর্ট আইন ও বিদেশি আইনে গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মার্চ) নবি মুম্বাই পুলিশের মানবপাচারবিরোধী একটি সেলের সদস্যরা শাহবাজ গ্রামের বেলাপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান। এ সময় ফ্ল্যাটটি থেকে পাঁচজন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সেখানকার পুলিশ জানিয়েছে, তারা চার বছর ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবস্থান করছে। পরে ৮ বাংলাদেশিকে ভারতের পাসপোর্ট আইন ও বিদেশি আইনে গ্রেপ্তার দেখানো হয়।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ