18 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রামগড়ে প্রান্তিক কৃষকদের নিয়ে ঋণ আদায় ও বিতরণ সভা

রামগড়ে প্রান্তিক কৃষকদের নিয়ে ঋণ আদায় ও বিতরণ সভা


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার উদ্যোগে প্রান্তিক কৃষকদের ঋণ আদায় ও নতুন ঋন বিতরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) রামগড় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক উত্তম কুমার নাথ মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ( দায়িত্বে) বাংলাদেশ কৃষি ব্যাংক খাগড়াছড়ি শাখার মো. নাসির উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন রামগড় কৃষি ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা সাইফুল ইসলাম ভুইয়া ও  ব্যাংকের কর্মকর্তা তৌহিদুর রহমানসহ প্রমুখ।

প্রান্তিক কৃষকরা যেন যথাসময়ে ঋণ পরিশোধ করে এবং ঋণের সঠিক ব্যবহার করে তার উপর জোর দেওয়া হয়। কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের ঋণ সহায়তা দিয়ে আসছে কৃষি ব্যাংক। তার ধারাবাহিকতায় ঋণ কার্যক্রম আরো জোরালোভাবে চলবে। তবে সঠিক ও  নির্ভেজাল ঋণগ্রহীতা হতে হবে। শুধু ঋণ নিলেই হবে না, সঠিক সময়ে তা পরিশোধ করতে হবে।

উপস্থিত কৃষকগণ বলেন, কম সুদে ঋণ পেয়ে তারা জীবনমান উন্নয়ন করে ছেলে মেয়ে নিয়ে ভাল আছেন। কৃষি ব্যাংক

বিএনএ/ আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ