25 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত অভিনেতা মনোজ বাজপেয়ী

করোনায় আক্রান্ত অভিনেতা মনোজ বাজপেয়ী


বিএনএ ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।

এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘দেসপ্যাচ’। সম্প্রতি এর পরিচালক কানু বহেল কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এরপর পরীক্ষা করালে মনোজ বাজপেয়ীও কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন।

এক বিবৃতিতে এই অভিনেতার মুখপাত্র বলেন, ‘তার পরিচালক আক্রান্ত হওয়ার পর মনোজ বাজপেয়ী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। শুটিং বন্ধ রাখা হয়েছে। কয়েক মাস পর এটি শুরু হবে। মনোজ দেসপ্যাচ সিনেমার শুটিং করছিলেন। এটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা। এই অভিনেতা এখন চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করছেন এবং সেরে উঠছেন। সকল সতর্কতা মেনে বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’

অপরাধ জগতের নিয়ে কাজ করা সংবাদিকদের নিয়ে ‘দেসপ্যাচ’ সিনেমার গল্প। ইনভেস্টিগেশন-থ্রিলার ঘরানার এই সিনেমা প্রসঙ্গে এর আগে মনোজ বাজপেয়ী বলেন, ‘অভিনেতা হিসেবে আমি সেই গল্পগুলো নিয়ে কাজ করি যেটি আমি বলতে চাই এবং আমার বলা উচিত। দেসপ্যাচ তেমনি একটি সিনেমা। ডিজিটাল যুগে আমাদের গল্পগুলো বিশ্বের নানাপ্রান্তে ছড়াতে পারবে। আমার বিশ্বাস অনেকেই এটি গ্রহণ করবেন কারণ বর্তমান সময়ের সঙ্গে সিনেমাটি সামঞ্জস্যপূর্ণ।’

‘দেসপ্যাচ’ সিনেমা ছাড়াও ‘সাইলেন্স ক্যান ইউ হেয়ার ইট’ সিনেমায় দেখা যাবে মনোজকে। এছাড়া মুক্তির অপেক্ষায় তার ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’।

Loading


শিরোনাম বিএনএ