বিএনএ,বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের টুইটার(বর্তমান এক্স) অ্যাকাউন্ট বন্ধের ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ডলার দিচ্ছেন এক্সের মালিক ইলন মাস্ক।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সংঘটিত দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট (বর্তমানে এক্স) বন্ধ করে দেয়া হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এক্সের মালিক ইলন মাস্ক বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি মার্কিন ডলার প্রদান করবেন বলে জানা গেছে।
২০২১ সালে টুইটারের সিইও ছিলেন জ্যাক ডরসি। ওই বছর ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল ট্রাম্পের সমর্থকরা। অভিযোগ রয়েছে, ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে সামাজিক মাধ্যম ব্যবহার করে তার অনুগামীদের উত্তেজিত করেছিলেন। এর ফলে টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে দেয়।
পরবর্তীতে,ডোনাল্ড ট্রাম্প টুইটার এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেন। এই মামলা নিষ্পত্তির জন্য ইলন মাস্ক ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছেন বলে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এর আগে, মেটাও ট্রাম্পকে আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিল। গত জানুয়ারিতে মেটা এই বিষয়ে সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জো বাইডেনের কাছে পরাজিত হন। তবে, তিনি দীর্ঘদিন ধরে এই পরাজয় মেনে নেননি এবং সমর্থকদের উত্তেজিত করার অভিযোগ ওঠে। এর ফলস্বরূপ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় একদল রিপাবলিকান সমর্থক। এই ঘটনায় ১৪০ জন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হন এবং ১৪০০ জনকে গ্রেফতার করা হয়। ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে।
কিছুদিন পর ইলন মাস্ক টুইটার কিনে নেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। তিনি ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করেন। সর্বশেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় মাস্ক প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছেন। ট্রাম্পও বারবার মাস্কের প্রশংসা করেছেন। এবার মাস্ক ট্রাম্পকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: ডয়চে ভেলে
বিএনএনিউজ২৪,এসজিএন