27 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » গফরগাঁও সরকারী কলেজ মাঠে ১৪৪ ধারা জারি

গফরগাঁও সরকারী কলেজ মাঠে ১৪৪ ধারা জারি

গফরগাঁও সরকারী কলেজ মাঠে ১৪৪ ধারা জারি

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে একই দিনে একই স্থানে একাধিক কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) গফরগাঁও সরকারি কলেজ মাঠ ও এর চারপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারী সকাল ১১ টায় গফরগাঁও সরকারী কলেজ মাঠে আলোর পথে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিনা মূল্যে চক্ষু শিবির, রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্ত দান কর্মসুচি, বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প এবং স্বপ্নচর সমাজ কল্যাণ সংস্থার পক্ষে ১লা ফাল্গুন বসন্ত বরণ উৎসব উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে।

অপরদিকে একই তারিখে গফরগাও সরকারী কলেজ মাঠে, কলেজের উদ্যোগে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসবের কর্মসুচি গ্রহণ করে। এতে কলেজ মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এবিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, গফরগাঁও সরকারী কলেজ মাঠে একই দিনে একাধিক কর্মসুচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আনোয়ারায় সাড়ে ৭ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ শালীন পোশাক পরিধানে পেরুর পার্লামেন্টে নতুন নির্দেশনা চট্টগ্রামে চোখ-মুখে ট্যাপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত