32 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » বই মেলায় চবি শিক্ষার্থী আমিনীর তৃতীয় বই “নারী”

বই মেলায় চবি শিক্ষার্থী আমিনীর তৃতীয় বই “নারী”


বিএনএ, চবিঃ সোহরাব আল আমিনী। আশাবাদী তরুণদের একজন।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজী বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। অমর একুশে বইমেলা ’২০২৩ এ তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ ‘নারী’। ধর্মতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব, ইতিহাস ও সাহিত্য পড়তে এবং ঘুরতে ভালো লাগে তার।

বইটিতে সামাজিক, সাংস্কৃতিক, বৈশ্বিক ও ধর্মতাত্ত্বিক নারীকেন্দ্রিক নানান প্রান্তিক মতবাদ খণ্ডন করে দৈহিক, মনস্তাত্ত্বিক, বাস্তবিক ও নৈতিক শুদ্ধতার উপর ভিত্তি করে নারী অধিকার নিয়ে গ্রন্থটি রচিত।

দুনিয়ার এই নারীরাই তো স্বর্গোদ্যানের রাণী হবেন। আনন্দ-বেদনার পৃথিবীতে স্বর্গযাত্রী পরম শ্রদ্ধেয় ও সম্মানিত হবেন নারী। এমন কিছু যৌক্তিক বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে।

গ্রন্থটি প্রকাশ করেছে রূপসী বাংলা প্রকাশনী। গ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় রূপসী বাংলার ৫৭৫ নং স্টলে। এছাড়াও ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ এ বাংলাদেশ প্যাভিলিয়নে আদর্শ প্রকাশনীর ১০ নং স্টলে গ্রন্থটি রয়েছে।

তার পূর্বের দুটি গ্রন্থ হলো, ভ্রান্তির বেড়াজাল ও বিরোধপূর্ণ মতবিশ্বাস নিয়ে “সত্যান্বেষণ” এবং স্বাস্থ্যবিদ্যা নিয়ে “স্বভাবসিদ্ধ স্বাস্থ্যবিধি”।

বিএনএ / সুমন বাইজিদ,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ