14 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি

প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি


বিএনএ, বিশ্বডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১২ ফেব্রুয়ারি) রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি।

চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই নারী মহাকাশচারীকে। এছাড়াও একজন পুরুষ নভোচারী পাঠাবে সৌদি আরব। মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটে সক্ষমতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী মহাকাশ খাতের দেয়া সুযোগের সদ্ব্যবহার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওই মহাকাশ যাত্রায় প্রথম সৌদি নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি ছাড়াও থাকবেন একজন পুরুষ নভোচারী। যার নাম আলি আলকারনি। দু’জন এক্স-টু মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি স্পেস কমিশন টুইটারে বলেছে, ‘প্রত্যেকটি যাত্রার পথিকৃৎ থাকে এবং প্রতিটি মিশনের নায়ক থাকে।’

অন্য দুই মহাকাশচারী মরিয়ম ফিরদৌস ও আলী আল-গামদি সৌদি মহাকাশ ফ্লাইট প্রোগ্রামের প্রশিক্ষণ দেবে।

বিএনএ/ বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ