15 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৫

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৫

দুর্ঘটনা

বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাউখালীতে সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুদ (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) রানীরহাট থেকে কাউখালীর রাস্তার মাথা এলাকায় জিপ গাড়ী ও সিএনজি চালিত টেক্সী মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচ যাত্রী মারাত্মকভাবে আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী।

নিহত মাসুদ কাউখালীর কলমপতি ইউনিয়নের আব্দুল বাতেনের ছেলে।

আহতরা হলেন: কাউখালীর কলমপতি ইউনিয়নের ফারহানা আক্তার ইতি, আরফিনা সরকার প্রিয়া, রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের মো. আজিম, কক্সবাজারের রামুর এলাহী বক্স। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে চট্টগ্রাম মহাসড়কের রানীরহাট-কাউখালী রাস্তার মাথা এলাকায় একটি বাস ও সিএনজি চালিত টেক্সীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা  কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ