22 C
আবহাওয়া
২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নাম প্রস্তাবের সময় পেলো ১৫ রাজনৈতিক দল

নাম প্রস্তাবের সময় পেলো ১৫ রাজনৈতিক দল


বিএনএ ডেস্ক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের সময় বাড়ানো হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্টজনদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের শুরুতে এ তথ্য জানান, সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। বলেন, এখনও যেসব রাজনৈতিক দল নাম দিতে পারেনি সোমবার বিকাল ৫টার মধ্যে তারা নাম সুপারিশ করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে ২৪ টি রাজনৈতিক দল। এছাড়া ৬ টি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি পর্যায়ে নাম জমা দিয়েছে। তাবে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল কোন নাম প্রস্তাব করেনি।

এদিকে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জনান, সার্চ কমিটির কাছে যাদের নাম প্রস্তাব করা হাবে তা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে সার্চ কমিটির বৈঠকের পর নামগুলো জানা যাবে। এছাড়া যতগুলো নাম আসবে তা যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর