ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় জমির মালিকানা বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় কাউসার দেওয়ান (৪২) নামে এক ব্যক্তি নিহত ও ১০জন আহত হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি) দুপুরের দিকে খিলক্ষেতের বরুয়া এলাকার পূর্বদিকে স্বপ্নসিঁড়ি প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও সন্ত্রাসীদের হামলায় আশিয়ান সিটির দুই কর্মচারীসহ উভয়পক্ষের ১০জন আহত হয়েছে।নিহত কাউসার বরুয়া উত্তরপাড়ার মৃত আব্দুল কাদের দেওয়ানের ছেলে।
খিলক্ষেত থানার এসআই শাহজাহান কবির গণমাধ্যমকে জানান, বালুর মাঠ এলাকায় সংঘর্ষে আহত কাউসারকে এভারকেয়ার হাসাপাতালে নেয়া হলে দুপুর ২টা ১০মিনিটের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রয়েছে।
জানা যায়, দুপুরের দিকে খিলক্ষেতের বরুয়া এলাকার পূর্বদিকে স্বপ্নসিঁড়ি প্রকল্পএর জমি দখলে যায়
একদল সন্ত্রাসী। ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে আসা ওই সন্ত্রাসীদের হাতে ছিল দেশি, বিদেশি অস্ত্র। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী আশিয়ান সিটিতে কর্মরত কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি হামলা চালায় । এ সময় স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে গেলে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। সেখানেই গুরুতর আহত কাউসার দেওয়ান (৪২) নামে একজনের মৃত্যু হয়।
এ সময় সন্ত্রাসীদের হামলায় ফাহিম ভূঁইয়া ও জিহাদ নামে আশিয়ান সিটির দুই কর্মচারী জখম হন।
আশিয়ান সিটি কর্তৃপক্ষ বলছে, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে কাইয়ুম কমিশনারের সন্ত্রাসীরা।
সূত্র বলছে, কাইয়ুমের অনুসারীরা স্বদেশ প্রোপার্টির ভেতরে এ হত্যাকান্ড ঘটালেও প্রভাব খাটিয়ে এ সংক্রান্ত মামলায় আশপাশের আবাসন প্রতিষ্ঠানগুলোকে জড়ানোর চেষ্টা করছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খিলক্ষেতের বরুয়া এলাকায় স্বদেশ প্রপার্টিজ ও আশিয়ান সিটির সিকিউরিটি গার্ডদের মধ্যে ওই সংঘর্ষে আহত অন্তত ১০ জন ও একজন নিহত হয়েছেন।
বিএনএনিউজ২৪,এসজিএন