বিশ্ব ডেস্ক : গাজায় ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে। আকাশ হতে বিমান হামলা ও স্থল অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যাকায় মৃতের সংখ্যা ২৩ হাজার ৭০৮ জন পেরিয়ে গেছে।শনিবার(১৩ জানুয়ারি ২০২৪) আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫১জন নিহত হয়েছে। এ সময় দখলদার বাহিনী ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের পশ্চিমতীরেও ব্যাপক তান্ডব চালিয়েছে।
কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের কাছে ব্যাপক বিক্ষোভ : গাজায় যুদ্ধ বিরতির দাবি
গাজায় যুদ্ধ বিরতির দাবিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের কাছে ব্যাপক বিক্ষোভ হয়েছে শুক্রবার।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছে। লোকেরা প্ল্যাকার্ড প্রদর্শন করে যাতে লেখা ছিল: ‘গণহত্যা বন্ধ করুন’, পাশাপাশি ‘শিশুদের বোমা মারা আত্মরক্ষা নয়’।
এই সমাবেশ গাজা যুদ্ধের বিরুদ্ধে একটি কর্ম দিবসের আহ্বান জানিয়ে একটি বৈশ্বিক আন্দোলনেরও অংশ। মালয়েশিয়ায়, আন্দোলনটি কয়েক ডজন এনজিওর সহযোগিতায় সংগঠিত হয় যারা বলে যে তারা মানুষকে শিক্ষিত করতে চায়, শুধু গাজায় যে নৃশংসতা ঘটছে তা নয়, ইসরায়েলের দখলের ইতিহাস সম্পর্কেও অবগত হতে হবে।
সমাবেশের আয়োজকরা ইসরায়েলী পণ্য বয়কট আন্দোলনের যৌক্তিকতাও তুলে ধরেন, যা ইতিমধ্যেই মালয়েশিয়া ব্যাপক প্রভাব ফেলছে। গত মাসে, মালয়েশিয়ার সরকার বলেছে যে তারা আর মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলিকে বার্থ নেবার অনুমতি দেবে না। তাছাড়া ইসরায়েলের যাবে সে রকম যে কোনও জাহাজকে মালয়েশিয়ার কোনও বন্দরে কার্গো আনলোড করার অনুমতি দেয়া হবে না। পুরোপুরি দেশটি ইহুদি রাষ্ট্রটিকে বয়কট করছে।
তাছাড়া গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার(১২ জানুয়ারি) বিশ্বের আরও বড় বড় শহরে বিক্ষোভ হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়,
- লন্ডন
- প্যারিস
- ভিয়েনা
- বার্লিন
- জোহান্সবার্গ
- আম্মান
- ওয়াশিংটন,ডিসি
- শিকাগো
এ সব শহরে যুক্তরাষ্ট্র দূতাবাস সংশ্লিষ্ট ভবনের কাছে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে সমাবেশ হয়েছে।
বিএনএ, এসজিএন