30 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ

দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ

দেশজুড়ে বাড়ছে শীতের প্রকোপ

বিএনএ ডেস্ক:সারাদেশে আবারও শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।রাজশাহী,রংপুর,কুড়িগ্রাম,গাইবান্ধা, দিনাজপুর,নাটোরসহ উত্তরের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভিন্ন জেলায় ঘন কুয়াশা পড়ছে।ঘন কুয়াশায় দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের।এতে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।সংসারের চাহিদা মেটাতে শীত আর কুয়াশার মধ্যেই কাজে বের হচ্ছেন নিম্ন-আয়ের মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ দুই- একদিনের মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে আরও বিস্তৃত হবে। উত্তর-পশ্চিমাঞ্চলের দু-একটি জায়গায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে। পরের দুই দিন শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এ কয়দিন দিনের তাপমাত্রাও কিছুটা কমবে। তবে এই শৈত্যপ্রবাহ দুই-তিন দিনের বেশি স্থায়ী হবার সম্ভাবনা কম। ১৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।এটি উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। তার পর তিনদিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ